সবাই পোস্টি শেয়ার করুন.....?
সৃজনশীল প্রশ্নঃ
১। জহির একজন কম্পোজার। তিনি যে ফার্মে কাজ করেন তা আধুনিকতার বাইরে, ফলে তাকে বানান ভুলের জন্য প্রায়ই বিড়ম্বনায় পড়তে হতো, কিছুদিন হলো এসব কাজের জন্য কম্পিউটার ব্যবহার করা হচ্ছে। ফলে বর্তমানে কাজ করে জহির খুব সন্তুষ্ট।
(ক) ডিটিপি কী? ১
(খ) পাদটিকা কী? বুঝিয়ে লেখো। ২
(গ) জহির তাঁর সমস্যাটি ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যারের মাধ্যমে কিভাবে সমাধান করতে পারবেন? বর্ণনা করো। ৩
(ঘ) বর্তমান প্রতিষ্ঠানটির প্রকৃতির ব্যাপকতা বিশ্লেষণ করো। ৪
২। আমরা জানি যে কম্পিউটার তার সব কাজ কেবল বাইনারি পদ্ধতিতে করে থাকে। বাইনারি পদ্ধতিটি বুলিয়ান অ্যালজেবরার ওপর প্রতিষ্ঠিত। বুলিয়ান অ্যালজেবরার ওপর ভিত্তি করে ডিজিটাল লজিক কাজ করে আর এসব সত্যক সারণির মাধ্যমে উপস্থাপন করা যায়।
(ক) বুলিয়ান অ্যালজেবরা কী? ১
(খ) ডিজিটাল লজিক সম্পর্কে সংক্ষেপে লেখো। ২
(গ) OR, AND এবং NOT Gate-এর বর্ণনা দাও। ৩
(ঘ) 'লজিক গেট কম্পিউটারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ'- ব্যাখ্যা করো। ৪
৩। সেবু নতুন কম্পিউটার কিনে যেকোনো কাজ করে খুব খুশি। সব কাজ খুব সহজেই সুন্দরমতো করতে পারায় সে সন্তুষ্ট। ভাইকে গেম খেলতে দেখে সে এবার বিভিন্ন গেমস সংগ্রহ করে খেলতে থাকে। সে দেখল যে কম্পিউটার এখন আর আগের মতো দ্রুত কাজ করছে না। সব ধরনের ফাইল সে খুলতেও পারছে না।
ক. ভাইরাস কী? ১
খ. কয়েকটি অ্যান্টিভাইরাসের নাম লেখো। ২
গ. 'সেবু কেন সব ধরনের ফাইল খুলতে পারছে না, এখন তাকে কী করতে হবে'- বুঝিয়ে লেখো। ৩
ঘ. 'এ রকম পরিস্থিতিতে না পড়ার জন্য ফেসবুকে কী কী করতে হতো বলে তুমি মনে করো এবং কেন? - ব্যাখ্যা করো। ৪
৪। করিম সাহেব ব্যবসা করেন। তিনি তাঁর প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্য বিদেশে রপ্তানির জন্য যোগাযোগ করতে গিয়ে দেখলেন অর্থ, শ্রম ও সময় বেশি লাগছে। এই অসুবিধা দূর করার জন্য তিনি ল্যাপটপ ও মডেমের সাহায্যে ইন্টারনেটের সংযোগ নিয়েছেন। এখন তিনি শুধু অফিস নয়, সব স্থান থেকেই ইন্টারনেটের মাধ্যমে দেশে-বিদেশে প্রয়োজনীয় যোগাযোগ ও বিভিন্ন কম্পানির ওয়েব পেইজ ওপেন করে তথ্য সংগ্রহ করতে পারছেন।
(ক) টপোলজি কী? ১
(খ) ইন্টারনাল মডেম ব্যবহারের সুবিধা কী? ২
(গ) ইন্টারনেট সংযোগ নেওয়ার প্রক্রিয়া বর্ণনা করো। ৩
(ঘ) বর্তমান বিশ্বে কম্পিউটার নেটওয়ার্কের গুরুত্ব মূল্যায়ন করো। ৪
৫। শিক্ষক ক্লাসে ঢুকে মাল্টিমিডিয়া প্রজেক্টর দেখিয়ে বললেন, এটিই মাল্টিমিডিয়া প্রজেক্ট। তিনি মাল্টিমিডিয়া প্রজেক্টরে বিভিন্ন ছবি স্লাইডের মাধ্যমে দেখিয়ে, বিভিন্ন ভিডিও দেখিয়ে ক্লাস নেওয়ায় শিক্ষার্থীরা মুগ্ধতার সঙ্গে ক্লাসটি উপভোগ করছিল। ক্লাস শেষ হয়ে যাওয়ার পরও শিক্ষার্থীরা বুঝতে পারেইনি কখন যে ক্লাসটি শেষ হয়ে গেছে।
(ক) মাল্টিমিডিয়া কী? ১
(খ) মাল্টিমিডিয়ার প্রধান বৈশিষ্ট্য লেখো। ২
(গ) শিক্ষায় মাল্টিমিডিয়ার ব্যবহারিক দিকগুলো লেখো। ৩
(ঘ) মাল্টিমিডিয়ার শ্রেণিবিভাগ বর্ণনা দাও। ৪
এম সি কিউঃ
১. বাংলাদেশে প্রথম মেইনফ্রেম কম্পিউটার স্থাপিত হয় কত সালে?
উত্তর: (ক) ১৯৬৪
২. কোন সময়কালে বিশ্বের দ্রুততম সুপার কম্পিউটার ছিল আইবিএম রোডরানার?
উত্তর: (ঘ) জুলাই ২০০৮
৩. এনসিআর-৩০০ কোন প্রজন্মের কম্পিউটার?
উত্তর: (খ) দ্বিতীয়
৪. বর্তমানে কোনটির ব্যবহার বন্ধ হতে চলেছে?
উত্তর: (খ) ফ্লপি ডিস্ক
৫. মাল্টিমিডিয়ার অক্ষর-
উত্তর: (ঘ) i, ii ও iii
৬. সফটওয়্যার প্রধানত কত প্রকার?
উত্তর: (ঘ) ২
৭. ছবি সম্পাদনের জন্য কোন প্রোগ্রামটি ব্যবহৃত হয়?
উত্তর: (গ) ইমেজ এডিটিং
৮. কত বিটে এক বাইট?
উত্তর: (গ) ৮
৯. কোনো ডকুমেন্ট প্রিণ্ট করার সংক্ষিপ্ত কমান্ড কোনটি?
উত্তর: (খ) Ctrl + P
১০. এক্সেল ২০০৭-এ কতটি সারি রয়েছে?
উত্তর: (গ) ১,০৪৮,৫৭৬
১১. ডাটাবেজের ক্ষুদ্রততম একক কোনটি?
উত্তর: (গ) ফিল্ড
১২. কোবল (Cobol) কোন প্রজন্মের ভাষা?
উত্তর: (গ) তৃতীয়
১৩. ভাগ করার জন্য কোন অপারেটরটি ব্যবহার করা হয়?
উত্তর: (গ) ভাগ
১৪. কলাম, রো ও সেল কোনটিতে দেখা যায়?
উত্তর: (খ) মাইক্রোসফট এক্সেল
১৫. ইনপুট ও আউটপুট উভয় ডিভাইস হিসাবে কাজ করে-
উত্তর: (খ) i ও iii
১৬. ৫ Mod 8- এর ফল কত?
উত্তর: (ক) ১
১৭. ১নং কলামের ক্রমিক কী নামে পরিচিত?
উত্তর: (খ) ফিল্ড
১৮. Karim 530@yahoo.com ই-মেইল ঠিকানার User name কোনটি?
উত্তর: (ক) Karim 530
১৯. একটি শব্দকে মোটা করতে হলে ঐ শব্দকে সিলেক্ট করার পর রিবনের কোন কমান্ড বাটনে ক্লিক করতে হয়?
উত্তর: (ক) B
২০. স্পর্শ করা যায়-
উত্তর: (ক) i ও ii
২১. তৃতীয় প্রজন্মের কম্পিউটারে ব্যবহৃত হয়-
উত্তর: (গ) i ও iii
২২. নিচের কোনটি বাইনারী সংখ্যা পদ্ধতি?
উত্তর: (খ) ৬২
২৩. (২৫৭)৮- কে দশমিকে প্রকাশ করলে কত হবে?
উত্তর: (গ) ১৭৫
২৪. (১০১০)২- কে দশমিকে প্রকাশ করলে কত হবে?
উত্তর: (খ) ১০
২৫. বাড়িভাড়া মূল বেতনের ৪০% হলে D2 পূরণ করতে কোন সূত্র প্রয়োজন হবে?
উত্তর: (ঘ) = B2*40%
২৬. E2 এর মোট বেতন বের করার জন্য প্রযোজ্য ফর্মুলা কোনটি?
উত্তর: (ক) = sum (B2 : D2)
২৭. রাহাতের বাবার অফিসে কোন ধরনের নেটওয়ার্ক ব্যবস্থা রয়েছে?
উত্তর: (গ) LAN
২৮. উদ্দীপকে উল্লিখিত শহরগুলোর মধ্যে কোন নেটওয়ার্ক ব্যবস্থা গড়ে তোলা যাবে?
উত্তর: (ক) WAN
২৯. উক্ত ভাষার জন্য যে সংকেত ব্যবহার করা হয়-
উত্তর: (ক) i ও ii
৩০. উক্ত ভাষার বিদ্যুতের উপস্থিতি নির্দেশ করা হয়-
উত্তর: (ঘ) 1
→ আসুন পড়ি, শিখি, জানি। কোন শিক্ষাই বিফলে যায় না।
সৃজনশীল প্রশ্নঃ
১। জহির একজন কম্পোজার। তিনি যে ফার্মে কাজ করেন তা আধুনিকতার বাইরে, ফলে তাকে বানান ভুলের জন্য প্রায়ই বিড়ম্বনায় পড়তে হতো, কিছুদিন হলো এসব কাজের জন্য কম্পিউটার ব্যবহার করা হচ্ছে। ফলে বর্তমানে কাজ করে জহির খুব সন্তুষ্ট।
(ক) ডিটিপি কী? ১
(খ) পাদটিকা কী? বুঝিয়ে লেখো। ২
(গ) জহির তাঁর সমস্যাটি ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যারের মাধ্যমে কিভাবে সমাধান করতে পারবেন? বর্ণনা করো। ৩
(ঘ) বর্তমান প্রতিষ্ঠানটির প্রকৃতির ব্যাপকতা বিশ্লেষণ করো। ৪
২। আমরা জানি যে কম্পিউটার তার সব কাজ কেবল বাইনারি পদ্ধতিতে করে থাকে। বাইনারি পদ্ধতিটি বুলিয়ান অ্যালজেবরার ওপর প্রতিষ্ঠিত। বুলিয়ান অ্যালজেবরার ওপর ভিত্তি করে ডিজিটাল লজিক কাজ করে আর এসব সত্যক সারণির মাধ্যমে উপস্থাপন করা যায়।
(ক) বুলিয়ান অ্যালজেবরা কী? ১
(খ) ডিজিটাল লজিক সম্পর্কে সংক্ষেপে লেখো। ২
(গ) OR, AND এবং NOT Gate-এর বর্ণনা দাও। ৩
(ঘ) 'লজিক গেট কম্পিউটারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ'- ব্যাখ্যা করো। ৪
৩। সেবু নতুন কম্পিউটার কিনে যেকোনো কাজ করে খুব খুশি। সব কাজ খুব সহজেই সুন্দরমতো করতে পারায় সে সন্তুষ্ট। ভাইকে গেম খেলতে দেখে সে এবার বিভিন্ন গেমস সংগ্রহ করে খেলতে থাকে। সে দেখল যে কম্পিউটার এখন আর আগের মতো দ্রুত কাজ করছে না। সব ধরনের ফাইল সে খুলতেও পারছে না।
ক. ভাইরাস কী? ১
খ. কয়েকটি অ্যান্টিভাইরাসের নাম লেখো। ২
গ. 'সেবু কেন সব ধরনের ফাইল খুলতে পারছে না, এখন তাকে কী করতে হবে'- বুঝিয়ে লেখো। ৩
ঘ. 'এ রকম পরিস্থিতিতে না পড়ার জন্য ফেসবুকে কী কী করতে হতো বলে তুমি মনে করো এবং কেন? - ব্যাখ্যা করো। ৪
৪। করিম সাহেব ব্যবসা করেন। তিনি তাঁর প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্য বিদেশে রপ্তানির জন্য যোগাযোগ করতে গিয়ে দেখলেন অর্থ, শ্রম ও সময় বেশি লাগছে। এই অসুবিধা দূর করার জন্য তিনি ল্যাপটপ ও মডেমের সাহায্যে ইন্টারনেটের সংযোগ নিয়েছেন। এখন তিনি শুধু অফিস নয়, সব স্থান থেকেই ইন্টারনেটের মাধ্যমে দেশে-বিদেশে প্রয়োজনীয় যোগাযোগ ও বিভিন্ন কম্পানির ওয়েব পেইজ ওপেন করে তথ্য সংগ্রহ করতে পারছেন।
(ক) টপোলজি কী? ১
(খ) ইন্টারনাল মডেম ব্যবহারের সুবিধা কী? ২
(গ) ইন্টারনেট সংযোগ নেওয়ার প্রক্রিয়া বর্ণনা করো। ৩
(ঘ) বর্তমান বিশ্বে কম্পিউটার নেটওয়ার্কের গুরুত্ব মূল্যায়ন করো। ৪
৫। শিক্ষক ক্লাসে ঢুকে মাল্টিমিডিয়া প্রজেক্টর দেখিয়ে বললেন, এটিই মাল্টিমিডিয়া প্রজেক্ট। তিনি মাল্টিমিডিয়া প্রজেক্টরে বিভিন্ন ছবি স্লাইডের মাধ্যমে দেখিয়ে, বিভিন্ন ভিডিও দেখিয়ে ক্লাস নেওয়ায় শিক্ষার্থীরা মুগ্ধতার সঙ্গে ক্লাসটি উপভোগ করছিল। ক্লাস শেষ হয়ে যাওয়ার পরও শিক্ষার্থীরা বুঝতে পারেইনি কখন যে ক্লাসটি শেষ হয়ে গেছে।
(ক) মাল্টিমিডিয়া কী? ১
(খ) মাল্টিমিডিয়ার প্রধান বৈশিষ্ট্য লেখো। ২
(গ) শিক্ষায় মাল্টিমিডিয়ার ব্যবহারিক দিকগুলো লেখো। ৩
(ঘ) মাল্টিমিডিয়ার শ্রেণিবিভাগ বর্ণনা দাও। ৪
এম সি কিউঃ
১. বাংলাদেশে প্রথম মেইনফ্রেম কম্পিউটার স্থাপিত হয় কত সালে?
উত্তর: (ক) ১৯৬৪
২. কোন সময়কালে বিশ্বের দ্রুততম সুপার কম্পিউটার ছিল আইবিএম রোডরানার?
উত্তর: (ঘ) জুলাই ২০০৮
৩. এনসিআর-৩০০ কোন প্রজন্মের কম্পিউটার?
উত্তর: (খ) দ্বিতীয়
৪. বর্তমানে কোনটির ব্যবহার বন্ধ হতে চলেছে?
উত্তর: (খ) ফ্লপি ডিস্ক
৫. মাল্টিমিডিয়ার অক্ষর-
উত্তর: (ঘ) i, ii ও iii
৬. সফটওয়্যার প্রধানত কত প্রকার?
উত্তর: (ঘ) ২
৭. ছবি সম্পাদনের জন্য কোন প্রোগ্রামটি ব্যবহৃত হয়?
উত্তর: (গ) ইমেজ এডিটিং
৮. কত বিটে এক বাইট?
উত্তর: (গ) ৮
৯. কোনো ডকুমেন্ট প্রিণ্ট করার সংক্ষিপ্ত কমান্ড কোনটি?
উত্তর: (খ) Ctrl + P
১০. এক্সেল ২০০৭-এ কতটি সারি রয়েছে?
উত্তর: (গ) ১,০৪৮,৫৭৬
১১. ডাটাবেজের ক্ষুদ্রততম একক কোনটি?
উত্তর: (গ) ফিল্ড
১২. কোবল (Cobol) কোন প্রজন্মের ভাষা?
উত্তর: (গ) তৃতীয়
১৩. ভাগ করার জন্য কোন অপারেটরটি ব্যবহার করা হয়?
উত্তর: (গ) ভাগ
১৪. কলাম, রো ও সেল কোনটিতে দেখা যায়?
উত্তর: (খ) মাইক্রোসফট এক্সেল
১৫. ইনপুট ও আউটপুট উভয় ডিভাইস হিসাবে কাজ করে-
উত্তর: (খ) i ও iii
১৬. ৫ Mod 8- এর ফল কত?
উত্তর: (ক) ১
১৭. ১নং কলামের ক্রমিক কী নামে পরিচিত?
উত্তর: (খ) ফিল্ড
১৮. Karim 530@yahoo.com ই-মেইল ঠিকানার User name কোনটি?
উত্তর: (ক) Karim 530
১৯. একটি শব্দকে মোটা করতে হলে ঐ শব্দকে সিলেক্ট করার পর রিবনের কোন কমান্ড বাটনে ক্লিক করতে হয়?
উত্তর: (ক) B
২০. স্পর্শ করা যায়-
উত্তর: (ক) i ও ii
২১. তৃতীয় প্রজন্মের কম্পিউটারে ব্যবহৃত হয়-
উত্তর: (গ) i ও iii
২২. নিচের কোনটি বাইনারী সংখ্যা পদ্ধতি?
উত্তর: (খ) ৬২
২৩. (২৫৭)৮- কে দশমিকে প্রকাশ করলে কত হবে?
উত্তর: (গ) ১৭৫
২৪. (১০১০)২- কে দশমিকে প্রকাশ করলে কত হবে?
উত্তর: (খ) ১০
২৫. বাড়িভাড়া মূল বেতনের ৪০% হলে D2 পূরণ করতে কোন সূত্র প্রয়োজন হবে?
উত্তর: (ঘ) = B2*40%
২৬. E2 এর মোট বেতন বের করার জন্য প্রযোজ্য ফর্মুলা কোনটি?
উত্তর: (ক) = sum (B2 : D2)
২৭. রাহাতের বাবার অফিসে কোন ধরনের নেটওয়ার্ক ব্যবস্থা রয়েছে?
উত্তর: (গ) LAN
২৮. উদ্দীপকে উল্লিখিত শহরগুলোর মধ্যে কোন নেটওয়ার্ক ব্যবস্থা গড়ে তোলা যাবে?
উত্তর: (ক) WAN
২৯. উক্ত ভাষার জন্য যে সংকেত ব্যবহার করা হয়-
উত্তর: (ক) i ও ii
৩০. উক্ত ভাষার বিদ্যুতের উপস্থিতি নির্দেশ করা হয়-
উত্তর: (ঘ) 1
→ আসুন পড়ি, শিখি, জানি। কোন শিক্ষাই বিফলে যায় না।