নাউ স্টাডি বাংলা ব্লগে আপনাকে স্বাগতম

এসএসসি কৃষি শিক্ষা নৈর্ব্যক্তিক সাজেশন - ২৹১৭–Agriculture Suggestion for SSC 2017

সবাই পোস্টি শেয়ার করুন.....?

১. বাংলাদেশে দীর্ঘস্থায়ী খরাব কবলিত হয় কখন?
উত্তর: (গ) ১৯৯৯ সালে
২. কোন উদ্ভিদ সারাদিন পত্ররন্ধ্র বন্ধ রাখে?
উত্তর: (ক) সয়াবিন
৩. খরাতে গবাদিপশুকে দিতে হবে কোন খাদ্য?
উত্তর: (ঘ) ইউরিয়া মোলাসেস
৪. এ সময় তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস এর নিচে নামলে ধানে চিটা হয়?
উত্তর: (ক) ২০ ডিগ্রি
৫. শরীফের সমস্যার সমাধান হলো-
উত্তর: (খ) i ও ii
৬. BJRI কতটি তোষা পাট উদ্ভাবন করেছে?
উত্তর: (গ) ১৭টি
৭. মুক্তকেশি কীসের জাত?
উত্তর: (ক) বেগুন
৮. গোলাপের পাতায় দাগ পড়ার জন্য দায়ী-
উত্তর: (ঘ) ছত্রাক
৯. উপরোক্ত উপাদানের সাহায্যে রহিম ইউরিয়া মোলাসেস তৈরি করেন। রহিম দুইটি গরুকে তৈরিকৃত মোলাসেস কত মাস খাওয়াবে?
উত্তর: (ক) ১
১০. রহিমের গরুগুলি মোলাসেস খেতে অনাগ্রহ দেখালে রহিম তাঁর মোলাসেসে-
উত্তর: (খ) i ও iii
১১. বদহজম ও আমাশয় নিরাময়ে ব্যবহৃত হয় কোন উদ্ভিদ?
উত্তর: (ক) থানকুনি
১২. বন্যপ্রাণী সংরক্ষণ অধ্যাদেশ প্রণয়ন হয় কত সালে?
উত্তর: (খ) ১৯৭৩
১৩. গাছের খন্ডিত গোল অংশকে কি বলে?
উত্তর: (গ) লগ
১৪. দেবদারু গাছ কত মিটার লম্বা হয়?
উত্তর: (ঘ) ৫০-৬০ মি.
১৫. ম্যানগ্রোভ বন দেখা হয়-
উত্তর: (খ) i ও iii
১৬. আধুনিক কৃষি-
উত্তর: (ক) ব্যয়বহুল
১৭. সফলভাবে খামার পরিচালনার জন্য ন্যূনতম জমির পরিমান কত?
উত্তর: (ক) ১ হেক্টর
১৮. কৃষিপণ্য উৎপাদনে লক্ষ্য রাখতে হবে-
উত্তর: (ক) i
১৯. বাণিজ্যিক খামার স্থাপনে ন্যূনতম একটি গাভী প্রয়োজন?
উত্তর: (গ) ৫টি
২০. পাস্তুরীকরণে দুধের পরিণতি কি হয়?
উত্তর: (গ) অক্ষত থাকে
২১. পারিবারিক কৃষি খামারে করা যায়-
উত্তর: (ঘ) i, ii ও iii
২২. কাদামাটি অঞ্চলের প্রধান ফসল কোনটি?
উত্তর: (গ) ধান
২৩. বীজ উৎপাদনের জন্য কয়টি বিষয় জানতে হয়?
উত্তর: (খ) ৭টি
২৪. ফিসমিলে শতকরা কতভাগ আমিষ বিদ্যমান থাকে?
উত্তর: (ক) ৫৬.৬১%
২৫. আলুর ব্যাপক ক্ষতি করে কোন রোগ?
উত্তর: (ক) আলুর মড়ক
২৬. টাকার অভাব দূর করে কৃষি কাজের জন্য কয়েকজন কৃষক একত্রে সংগঠিত হওয়াকে কি বলে?
উত্তর: (ঘ) কৃষি মূলধন সমবায়
২৭. গোলাপ গাছের কর্তনকৃত ডালে সঠিক পরিচর্যার অভাবে কি হতে পারে?
উত্তর: (ঘ) ডাইব্যাক
২৮. বীজ উৎপাদনের জন্য নির্বাচিত জমিতে কতভাগ জৈব পদার্থ থাকা প্রয়োজন?
উত্তর: (খ) ২%
২৯. লালন পুকুরের গভীরতা কত মিটার?
উত্তর: (গ) ১.৫-২
৩০. জলজ আগাছা দমনে কোনটি ব্যবহৃত হয়?
উত্তর: (ঘ) কপার সালফেট
৩১. বাংলাদেশের মৎস্য সংরক্ষণ আইন কত সালে প্রণীত হয়?
উত্তর: (গ) ১৯৫০
৩২. রাফেজ জাতীয় খাদ্যে প্রচুর পরিমাণে কোনটি থাকে?
উত্তর: (ক) আঁশ
৩৩. উদ্দীপকে বকচর কোথায়?
উত্তর: (খ) B
৩৪. উদ্দীপকে C চিহ্নিত অংশটি প্রস্তুত করতে কোন অনুপাত গ্রহণযোগ্য?
উত্তর: (গ) ১ : ৩
৩৫. প্রতি বছর দেশে কত লক্ষ হেক্টর জমি খরার সম্মুখীন হয়?
উত্তর: (ঘ) ৩০-৪০
→ আসুন পড়ি, শিখি, জানি। কোন শিক্ষাই বিফলে যায় না।
Share This