...Home » প্রশাসনিক
» বাংলাদেশের প্রশাসনিক কাঠামো সম্পর্কে সংক্ষেপে জানতে ইচ্ছুক, কেউ কি বলতে পারবেন ?
Posted OnFriday, 7 October 2016Inপ্রশাসনিকShareooooooooo This
বাংলাদেশের প্রশাসনিক কাঠামো সম্পর্কে সংক্ষেপে জানতে ইচ্ছুক, কেউ কি বলতে পারবেন ?
বাংলাদেশের প্রশাসনিক কাঠামো-- . বাংলাদেশের সাংবিধানিক নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। সরকার পদ্ধতি সংসদীয় গণতন্ত্র। এটি এককেন্দ্রীক রাষ্ট্র। এখানকার মন্ত্রণালয়ের নির্বাহী প্রধান মন্ত্রী। . সচিবদের পদোন্নতির ধাপ-- সহকারী সচিব-> সিনিয়র সহকারী সচিব-> উপ সচিব-> যুগ্ম সচিব-> অতিরিক্ত সচিব-> সচিব। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সচিবালয়ের প্রধান মুখ্য সচিব। মন্ত্রণালয়ের প্রশাসনিক প্রধান সচিব। প্রশাসনে সচিব পদের সংখ্যা ৬৬ টি। বাংলাদেশে ৩৯ টি মন্ত্রণালয় আছে। .. বাংলাদেশে মেট্রোমলিটন সিটির সংখ্যা ১০ টি। পৌরসভা ৩০৮ টি। থানার সংখ্যা ৫৯৯। দেশে বর্তমানে মোট উপজেলা ৪৮১ টি। নৌ থানা ৪ টি। রেলওয়ে থানার সংখ্যা ২১ টি। গ্রামের সংখ্যা ৮৭,৩২০ টি। ইউনিয়নের সংখ্যা ৪,৪৯৮ টি। মৌজার সংখ্যা ৫৯,৯৯০ টি। . বঙ্গদেশের প্রথম জেলা গঠিত হয় ১৬৬৬ সালে। বঙ্গদেশের সর্ব প্রথম জেলা চট্টগ্রাম (১৬৬৬ সালে।) ১৯৮৪ সালের পূর্বে বাংলাদেশে ২১ টি জেলা ছিল। বর্তমানে জেলার সংখ্যা ৬৪ টি। বিভাগ ৬ টি। . বিভাগের প্রশাসনিক প্রধান বিভাগীয় কমিশনার। ব্রিটিশ ভারত বঙ্গদেশে প্রতিষ্ঠিত মহকুমা ছিলো খুলনা (১৮৪২ সালে)। সর্ব প্রথম জেলা প্রশাসকের পদ সৃষ্টি হয় ১৭৬৬ সালে। দেশের সকল থানাকে প্রথম উপজেলায় রুপান্তর করা হয় ১৯৮৫ সালে। . দেশের সর্বশেষ সিটি কর্পোরেশন সিলেট। বাংলাদেশের সবচেয়ে বড় বিভাগ রাজশাহী বিভাগ। সবচেয়ে ছোট বিভাগ সিলেট। ক্ষুদ্রতম ইউনিয়ন সেন্ট মার্টিন। মেট্রোপলিটন পুলিশের প্রধান পুলিশ কমিশনার। বাংলাদেশে মোট কারাগার সংখ্যা ৬৭ টি। . মানচিত্রে বাংলাদেশের বর্তমান ৬৪ টি জেলার অবস্থান দেখানো হলো।