নাউ স্টাডি বাংলা ব্লগে আপনাকে স্বাগতম

গতকাল আবারও একটি সফল অপারেশন পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

গতকাল আবারও একটি সফল অপারেশন পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী। 
.
রবিবার ভোর ৪ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বান্দরবান জেলার রুমা উপজেলার ম্রো পাশা পাড়ায় অভিযান চালায় সেনাবাহিনীর একটি দল।
ব্যাপক তল্লাশির পর অর্ধ একর আয়তনের একটি পপি ক্ষেতের সন্ধান পায় সেনাবাহিনীর দলটি। ক্ষেত থেকে সব পপি গাছ তুলে আগুনে পুড়িয়ে ধ্বংস করে ফেলে সেনাবাহিনী।
এসময় পপি চাষের সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে ৪ জনকে আটক করা হয়। 
এরা হলো: মং ছিনু মারমা(১৭), শৈ শিং মারমা(২৪), আশু মং মারামা(৩৫), মং সিসি মারমা(৬০)।
আটককৃতদের রুমা থানায় হস্তান্তর করা হয়েছে।
.
ছবি : অভিযানের প্রতীকি ছবি



Share This