নাউ স্টাডি বাংলা ব্লগে আপনাকে স্বাগতম

এসএসসি বাংলা ২য় পত্র সাজেশন - ২৹১৭ –SSC Bangla 2nd Paper final Suggestion 2017

✴পত্র লিখন
১. বৃক্ষরোপণ সপ্তাহ পালনের প্রয়োজনীয়তা উল্লেখ করে বন্ধুর কাছে একটি পত্র রচনা কর।
২. তোমার দেখা একটি একুশের বইমেলার বর্ণনা দিয়ে বন্ধুকে একটি পত্র লেখ।
৩. কম্পিউটার শিক্ষার গুরুত্ব বর্ণনা করে তোমার বন্ধুকে একটি পত্র লেখ।
৪. ছাত্রজীবনে শিক্ষাসফরের গুরুত্ব উল্লেখ করে ছোট ভাইয়ের কাছে পত্র লেখ।
৫. এসএসসি পরীক্ষার পর অবসর সময়গুলো কীভাবে কাটাবে তা জানিয়ে বন্ধুকে একটি পত্র লেখ।
৬. পরীক্ষায় কৃতিত্ব প্রদর্শনের জন্য তোমার বন্ধুকে অভিনন্দন জানিয়ে একটি পত্র লেখ।
৭. তোমার দেখা কোনো ঐতিহাসিক স্থানের অভিজ্ঞতা ও অনুভূতির বর্ণনা দিয়ে প্রবাসী বন্ধুকে একটি পত্র লেখ।
৮. তোমার বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে একটি সংবর্ধনাপত্র রচনা কর।
আবেদনপত্র
১. তোমাদের গ্রামে পাঠাগার স্থাপনের জন্য আর্থিক সাহায্য চেয়ে জেলা প্রশাসকের কাছে একটি আবেদনপত্র লেখ।
২. ছাত্রকল্যাণ তহবিল/দরিদ্র তহবিল থেকে আর্থিক সাহায্য চেয়ে তোমার বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে একটি আবেদনপত্র লেখ।
৩. যানজট নিরসনকল্পে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে সংবাদপত্রে প্রকাশ উপযোগী একটি পত্র লেখ।
৪. তোমার বিদ্যালয়ের একজন প্রধান শিক্ষকের অবসর গ্রহণ উপলক্ষে একটি মানপত্র রচনা কর।
৫. শিক্ষাসফরে/বাস্তব অভিজ্ঞতা অর্জনের লক্ষ্যে কোনো ঐতিহাসিক স্থানে সফরে যাওয়ার অনুমতি চেয়ে প্রধান শিক্ষকের কাছে একটি আবেদনপত্র লেখ।
৬. সড়ক দুর্ঘটনা রোধকল্পে তোমার মতামত জানিয়ে কোনো পত্রিকায় প্রকাশ উপযোগী একটি পত্র রচনা কর।
সারাংশ
১. অভ্যাস ভয়ানক জিনিস .... তাহলে সব পণ্ড হবে।
২. মাতৃস্নেহের তুলনা নেই ... রক্ষা করিতে ব্যস্ত হয়।
৩. তুমি জীবনকে সার্থক সুন্দর ... জীবন সার্থক ও সুন্দর হইয়া উঠিবে।
৪. অপরের জন্য তুমি তোমার প্রাণ দাও ... গৌরব বোধ করেন।
৫. শ্রমকে শ্রদ্ধার সঙ্গে গ্রহণ ... সাধিত হয় সংসারের কর্মক্ষেত্রে।
৬. অতীতকে ভুলে যাও ... জীবন নিয়ে বাঁচতে।
৭. সময় ও স্রোত কারও ... আসবে না।
৮. প্রকৃত জ্ঞানের স্পৃহা না থাকলে ... দিগন্ত উন্মোচিত হবে না।
৯. বিদ্যা মানুষের মূল্যবান সম্পদ ... গমন বিধেয় নহে।
১০. সত্য ওজন দরে বা গজের মাপে ... তারাই দীপ্যমান।
সারমর্ম
১. বসুমতী কেন তুমি এতই কৃপণা.... তাহে একেবারেই ছাড়ে।
২. পরের মুখে শেখা বুলি...আর কোথাও পাবি নারে।
৩. নিন্দুকেরে বাসি আমি....পূর্ণ হবে তাহার কৃপা ভরে।
৪. বহুদিন ধরে বহু .... একটি শিশির বিন্দু।
৫. সবারে বাসিবো ভালো.....জাগিয়ে নবজীবন স্পন্দনে।
৬. আসিতেছে শুভ দিন.....আসে নব উত্থান
৭. পুণ্যে-পাপে, দুঃখে-সুখে... সংগ্রাম করিতে দাও ভালো মন্দের সাথে।
৮. ছোট ছোট বালুকণা.....স্বর্গ সুখ নিত্য দেয় আনি
৯. হে দারিদ্র্য তুমি..... হেরি মম কল্পলোক।
১০. সার্থক জনম....মুদব নয়ন শেষে।
ভাবসম্প্রসারণ
১. শিক্ষাই জাতির মেরুদণ্ড।
২. সুজনে সুযশ গায়... সুরব না শিয়া।
৩. মেঘ দেখে কেউ... অন্ধকারেই ফিরে আসে।
৪. অন্যায় যে করে..... তৃণ সমদহে।
৫. স্বদেশের উপকারে ... পশু সেই জন।
৬. আত্মশক্তি অর্জনই শিক্ষার মূল উদ্দেশ্য।
৭. ভোগে সুখ নাই.... সুখ।
৮. কর্তব্যের কাছে ভাই বন্ধু কেহ-ই নাই।
৯. মিথ্যা শুনিনি ভাই... কাবা নাই।
১০. দুর্জন বিদ্বান.... পরিত্যাজ্য।
১১. নানান দেশের নানান ভাষা... মিটে কি আশা?
১২. উত্তম নিশ্চিন্তে চলে... যিনি চলেন তফাতে।
১৩. প্রয়োজনীয়তাই উদ্ভাবনের জনক।
১৪. বিশ্বের যা কিছু মহান.... অর্ধেক তার নর।
১৫. আমার এ ঘর ভাঙ্গিয়াছে... যে মোরে করেছে পর।
১৬. মানুষ বাঁচে তার .... মধ্যে নহে।
প্রবন্ধ রচনা
১. সময়ের মূল্য/সময়ানুবর্তিতা
২. স্বদেশ প্রেম
৩. শ্রমের মর্যাদা
৪. কর্মমুখী শিক্ষা/বৃত্তিমূলক শিক্ষা
৫. বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য।
৬. আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
৭. পরিবেশ দূষণ ও তার প্রতিকার
৮. চিকিৎসা ক্ষেত্রে/কম্পিউটারে/কৃষি ক্ষেত্রে/মানব কল্যাণে বিজ্ঞান
৯. গ্রাম্য মেলা
১০. একটি শীতের সকাল
১১. শৈশব স্মৃতি



নৈর্বাক্তিকঃ

১. সত্য কথা বলিনি, তাই বিপদে পড়েছি- এটা কী?
উত্তর: (ঘ) যৌগিক বাক্য
২. কোনো ভাবেই যা নিবারণ করা যায় না- এক কথায় কী হবে?
উত্তর: (ক) অনিবার্য
৩. চক্ষুদান করা- এ বাগধারাটির অর্থ কী?
উত্তর: (খ) চুরি করা
৪. পরভূত শব্দটির সমার্থক শব্দ কোনটি?
উত্তর: (ঘ) পিক
৫. কোনটি কর্মকর্তৃ বাচ্যের উদাহরণ?
উত্তর: ক) বাঁশি বাজে এ মধুর লগণে।
৬. লোকটি বলল, বাঃ! পাখিটিতো চমৎকার- বাক্যটি পরোক্ষ উক্তিতে কী হবে?
উত্তর: (খ) লোকটি আনন্দের সাথে বলল যে, পাখিটি চমৎকার
৭. কমা অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে কোন যতিচিহ্ন ব্যবহার করা হয়?
উত্তর: (গ) সেমিকোলন
৮. বাক্যে বিধেয় বিশেষণ কোথায় বসে?
উত্তর: (গ) বিশেষ্যের পরে
৯. জাত অর্থে আই প্রত্যয় যোগ হয়েছে কোনটিতে?
উত্তর: (ঘ) পাবনাই
১০. নিচের কোনটি প্রত্যয়ানত্ম বহুব্রীহি সমাস?
উত্তর: (ক) ঘরমুখো
১১. নিচের কোনটি পর্তুগিজ শব্দ?
উত্তর: (গ) বালতি
১২. ধ্বনি উৎপাদনের ক্ষেত্রে মুখ বিবরে উচ্চারণের মূল উপকরণ বা উচ্চারক-
উত্তর: (ক) জিহ্বা ও ওষ্ঠ
১৩. এ ধ্বনির বিবৃত উচ্চারণ পাওয়া যায় কেবল শব্দের-
উত্তর: (খ) আদিতে
১৪. শব্দের মধ্যে দুটি ব্যঞ্জনের পরস্পর পরিবর্তন ঘটলে তাকে বলে-
উত্তর: (ঘ) ধ্বনি বিপর্যয়
১৫. কোন শব্দটিতে স্বভাবতই ণ হয়েছে?
উত্তর: (ক) কল্যাণ
১৬. নিচের কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধি?
উত্তর: (খ) গবাক্ষ
১৭. নিত্য স্ত্রীবাচক তৎসম শব্দ কোনটি?
উত্তর: (গ) সপত্নী
১৮. পিলসুজে বাতি জ্বলে মিটির মিটির- এ বাক্যে মিটির মিটির কোন পদ?
উত্তর: (খ) বিশেষণ
১৯. নিচের কোনটি ক্রমবাচক সংখ্যা?
উত্তর: (ঘ) অষ্টম
২০. নিচের কোনটি সাহেব শব্দের বহুবচন?
উত্তর: (ক) সাহেবান
২১. এক যে ছিল রাজা- এখানে পদাশ্রিত নির্দেশক কী অর্থে ব্যবহৃত?
উত্তর: (খ) অনির্দিষ্টতা
২২. কোনটি উপমান কর্মধারয় সমাসের উদাহরণ?
উত্তর: (ক) অরুণরাঙা
২৩. আতিশয্য অর্থে সু উপসর্গের ব্যবহার হয়েছে কোনটিতে?
উত্তর: (ঘ) সুনিপুণ
২৪. সংস্কৃত ঘৃষ ধাতুর বাংলা ধাতু কোনটি?
উত্তর: (খ) ঘষ্
২৫. উক্ত শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
উত্তর: (গ) বচ্ + ক্ত
২৬. নিচের কোনটি যোগরূঢ় শব্দ?
উত্তর: (ঘ) জলধি
২৭. বাংলা ব্যাকরণের কোন পদে সংস্কৃতের লিঙ্গের নিয়ম মানা হয় না?
উত্তর: (ক) বিশেষণে
২৮. নীল আকাশ, সবুজ মাঠ- এগুলো কী বাচক নাম বিশেষণ?
উত্তর: (খ) রূপবাচক
২৯. কোনটি সর্বনামের বিভক্তি গ্রাহী রূপ?
উত্তর: (গ) তাঁহা
৩০. কোনটি মিশ্র ক্রিয়ার উদাহরণ?
উত্তর: (ঘ) মাথা ঝিম ঝিম করছে
৩১. বৃষ্টি আসে আসুক- বাক্যের ক্রিয়াপদটি কোন ভাব প্রকাশ করে?
উত্তর: (গ) আকাঙ্ক্ষা প্রকাশক ভাব
৩২. আক্ষেপ প্রকাশে অতীতের স্থলে কোন কাল ব্যবহৃত হয়?
উত্তর: (খ) ভবিষ্যত কাল
৩৩. সূর্য অসত্মমিত হলে যাত্রীদল পথ চলা শুরু করল- এখানে সূর্য কোন কর্তা?
উত্তর: (গ) নিরপেক্ষ কর্তা
৩৪. প্রাচীন বাংলা রীতিতে মধ্যম পুরুষের অনুজ্ঞায় ক্রিয়ার সঙ্গে নিচের কোনটি যোগ করার নিয়ম ছিল?
উত্তর: (ঘ) হ
৩৫. ‘সিটকা এর আদি গণ কোনটি?
উত্তর: (গ) বিগ্ড়া
৩৬. ঘোড়াকে চাবুক মারে- চাবুক কোন কারকে কোন বিভক্তি?
উত্তর: (খ) করণে শূন্য
৩৭. ব্যাপ্তি অর্থে সম্বন্ধ পদ কোনটি?
উত্তর: (ঘ) রোজার ছুটি
৩৮. আছ তুমি প্রভু, জগৎ মাঝারে।- মাঝারে অনুসর্গটি কী অর্থ প্রকাশ করেছে?
উত্তর: (ক) ব্যাপ্তি
৩৯. কাটিতে কাটিতে ধান এল বরষা- এ বাক্যের অসমাপিকা ক্রিয়া কী অর্থে ব্যবহৃত হয়েছে?
উত্তর: (খ) নিরনত্মরতা
৪০. আমার হৃদয় মন্দিরে আশার বীজ উপ্ত হলো- বাক্যটি কোন দোষে যোগ্যতা হারিয়েছে?
উত্তর: (গ) উপমার ভুল প্রয়োগ
Share This