নাউ স্টাডি বাংলা ব্লগে আপনাকে স্বাগতম

এস এস সি পদার্থ বিজ্ঞান সাজেশন - ২৹১৭ –SSC Physics Final suggestion 2017

SSC Physics Suggestion সৃজনশীলঃ

1| 5 g ভরের একটি গুলি একটি বন্দুকথেকে 400 ms-1বেগে ছোড়া হলো |বন্দুকের
পশ্চাৎ বেগ 2ms-1 |
ক) বল কী ?
খ) মৌলিক বল বলতে কী বুঝ ?
গ) বন্দুকের ভর নিণয় কর ?
ঘ) বন্দুকের পশ্চাত বেগ দেয় কেন- ব্যাখ্যা কর ?
2 | 150 W ক্ষমতা বিশিষ্টএকটি মোটরের কমদক্ষতা 70% |
উক্ত মোটরের সাহায্যে একটি চৌবাচ্চা থেকে 400লিটার
পানি তুলতে সময় লাগে 3মিনিট।
ক) কমদক্ষতা কী ?
খ) পঁচা ডিম পানিতে ভাঁসে কেন?
গ) 400 লিটার পানি তুলতে কতশক্তি খরচ
হয় ?
ঘ) চৌবাচ্চার গভীরতা 11 m
হলে ঐপাম্প দ্বারা উক্ত
সময়ে সকলপানি তোলা সম্ভব
কী ?



এস এস সি পদার্থ বিজ্ঞান সাজেশনঃ

ভৌত বিজ্ঞানের বিকাশ
১. প্রাচীন ভারতের অন্যতম শ্রেষ্ঠ জ্যোতির্বিদ কে ছিলেন?
ক. আল হাজেন খ. মহাবীর
গ. ভাস্করাচার্য ঘ. আর্যভট্ট
২. বৃহস্পতির ১টি উপগ্রহের গ্রহণ পর্যবেক্ষণ করে আলোর বেগ পরিমাপ করেন কে?
ক. আর্কিমিডিস খ. রবার্ট হুক
গ. ভন গুয়েরিক ঘ. রোমার
৩. বল বিদ্যার আবিষ্কারক কে?
ক. নিউটন খ. ওপেনহাইমার
গ. আইনস্টাইন ঘ. মেরি কুরি
৪. আলোর তড়িৎ চুম্বকীয় তত্ত্বের বিকাশ ঘটান কে?
ক. লেনজ খ. ম্যাঙ্ওয়েল
গ. টলেমি ঘ. ম্যাঙ্ প্লাঙ্ক
৫. সূর্য গ্রহণ সম্পর্কিত ভবিষ্যদ্বাণী কে দিয়েছিলেন?
ক. পিথাগোরাস খ. রোমার
গ. থেলিস ঘ. আর্কিমিডিস
৬. বীজগণিত ও ত্রিকোণমিতির ভিত প্রতিষ্ঠা করেন কে?
ক. আলবেরুনী খ. খোয়ারিজমী
গ. নিউটন ঘ. গ্যালিলিও
৭. House of science কত সালে নির্মিত হয়?
ক. ১০০৯ খ. ৯৯৫ গ. ১০৯ ঘ. ৯৯৭
৮. পরীক্ষামূলক বৈজ্ঞানিক পদ্ধতির প্রবক্তা কে ছিলেন?
ক. নিউটন খ. অ্যারিস্টটল
গ. জন ডাল্টন ঘ. রজার বেকন
৯. পরীক্ষণনির্ভর বিজ্ঞানী ছিলেন
ক. বেকন খ. অ্যারিস্টটল
গ. গ্যালিলিও ঘ. নিউটন
১০. ‘বিজ্ঞানী পর্যবেক্ষণ করেন।’ কার উক্তি?
ক. অ্যারিস্টটল
খ. বেকন গ. নিউটন
ঘ. আলবেরুনী
১১. প্রাচীন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জ্যোতির্বিদ কে?
ক. অ্যারিস্টার্কাস খ. ভন গুয়েরিক
গ. ওটোহান ঘ. ভাস্করাচার্য
১২. ‘বৃত্তের ব্যাস বৃত্তকে সমদ্বিখণ্ডিত করে’ কার আবিষ্কার?
ক. কোপারনিকাস
খ. আল হাজেন
গ. থেলিস
ঘ. রোমার
১৩. আগুন, পানি, মাটি ও বায়ু এই চারটি মৌলের ধারণা দিয়েছিলেন কে?
ক. থেলিস খ. ডেমোক্রিটাস
গ. পিথাগোরাস ঘ. অ্যারিস্টার্কাস
১৪. পদার্থের অবিভাজ্য এককের নাম অঃড়স দেন কোন গ্রিক বিজ্ঞানী?
ক. থেলিস খ. পিথাগোরাস
গ. ডেমোক্রিটাস ঘ. অ্যারিস্টার্কাস
১৫. আরব মুসলিম বিজ্ঞানীরা ভৌত বিজ্ঞানের কোন শাখায় বেশি পারদর্শী ছিলেন?
ক. জ্যোতির্বিদ্যায় খ. রসায়নে
গ. গণিতশাস্ত্রে ঘ. উপরের সবই
১৬. কত সালে মার্কনি বেতার যন্ত্র আবিষ্কার করেন?
ক. ১৮৬৪ সালে খ. ১৮৯৬ সালে
গ. ১৮৫২ সালে ঘ. ১৯০০ সালে
১৭. কোয়ান্টাম তত্ত্বের প্রতিষ্ঠাতা কে?
ক. আলবার্ট আইনস্টাইন
খ. মাঙ্ প্লাঙ্ক
গ. রাদারফোর্ড
ঘ. নিলস্ বোর
১৮. ‘কোনো বস্তু থেকে আলো আমাদের চোখে এলেই আমরা বস্তুকে দেখতে পাই।’Ñএ কথা কে বলেন?
ক. আল হাজেন খ. লিউয়েন হুক
গ. রাদারফোর্ড ঘ. নিলস্ বোর
১৯. প্রাচীন ভারতের অন্যতম শ্রেষ্ঠ জ্যোতির্বিদ ভাস্করাচার্য পৃথিবীর ব্যাস কত নির্ণয় করেছিলেন?
ক. ৭১৮২ মাইল খ. ৮২৭১ মাইল
গ. ৭৯২৬ মাইল ঘ. ৭৯৮২ মাইল
২০. লজি বেয়ার্ড কত সালে টেলিভিশনে চিত্র প্রেরণে সক্ষম হন?
ক. ১৯২৫ সালে খ. ১৯২৬ সালে
গ. ১৯২৭ সালে ঘ. ১৯২৮ সালে
উত্তরগুলো মিলিয়ে নাও : ১. গ ২. ঘ ৩. ক ৪. খ ৫. গ ৬. গ ৭. খ ৮. খ ৯. ঘ ১০. খ ১১. ক ১২. গ ১৩. গ ১৪. গ ১৫. ঘ ১৬. খ ১৭. খ ১৮. ক ১৯. ক ২০. খ
Share This