নাউ স্টাডি বাংলা ব্লগে আপনাকে স্বাগতম

মিগ-১৯ যুদ্ধ বিমান

মিগ-১৯ যুদ্ধ বিমান 

মিগ-১৯,ন্যাটো রিপোর্টিং নেম ফার্মার(Farmer) মূলত "ফাইটার" গোত্রীয় বিমান,এ সিটের,ডাবল ইঞ্জিনের।মিগ-১৯ মূলত রাশান ফাইটার বিমানের জগতে প্রথম বিমান যে বিমান সুপার সনিক স্প্রীডে ছুটতে পারত লেভেল ফ্লাইটে।আর মিগ-১৯ ই সর্ব প্রথম বিমান,যা পুরো বিশ্বের অপারেশনাল সুপারসনিক জেট।
আফগানিস্তান,আল-বেনিয়া,বুল্গেরিয়া,ইরাক,ইজিপ্ট সহ বিভিন্ন দেশ এই ফাইটারটি ইউজ করেছে,খুব সম্ভবতঃ বিমানটি ভিয়েতানাম যুদ্ধে ও ব্যাবহৃত হয়েছে।চায়নারা এই বিমানের লাইসেন্সড "চায়না ভার্সন" ও তৈরী করেছে,যা Shenyang J-6 এবং FT-6 নামে পরিচিত।
.
দুঃখের বিষয় এই যে ১৯৯১ সালের ঘূর্ণিঝড়ে আমাদের বিমান বাহিনীর এই ধরনের ৪০ টির মত বিমান নষ্ট হয় ।

বিশদ বিবরণঃ
*মিগ-১৯
*ধরণ-ফাইটার
*উৎপাদনকারী- মিকোয়ান-গারেভিচ।
*তৈরী মিগ -১৯ এর সংখ্যা-2,172 (excluding production in China)
*পাইলট: One
*দৈর্ঘ: 12.54 m (41 ft)
*পাখার বিস্তার: 9.0 m (29 ft 6 in)
*উচ্চতা: 3.9 m (12 ft 10 in)
*খালি অবস্থায় ওজন: 5,447 kg (11,983 lb)
*সর্বোচ্চ উড্ডয়ন হ্মমতা: 7,560 kg (16,632 lb)
*শক্তির উৎস:২ টি Tumansky RD-9B আফটার বার্ণিং টার্বো জেট
*সর্বোচ্চ গতিবেগ: 1,455 km/h (909 mph
*রেঞ্জ: 1,390 km (860 mi)2,200 km with external tanks
*সার্ভিস সিলিং: 17,500 m (57,400 ft)
*প্রতিসেকেন্ড উড্ড্যন হ্মমতা: 180 m/s (35,425 ft/min)
*পাখায় প্রতি বর্গ ফুটে ধারণ হ্মমতা: 302.4 kg/m² (61.6 lb/ft²)
>>অস্র শস্রঃ
*গান: ্তিনটি ত্রিশ মিলিমিটারের NR-30 কামান (75 rounds per gun for wing guns, 55 rounds for the fuselage gun)

*হার্ড-পয়েন্ট: ৪ টি,যার প্রত্যেকটিতে ১০০০ কিলো গ্রাম লোড গ্রহণ করতে সহ্মম,এবং নিমোক্ত জিনিশ গুলো ব্যাবহার করা হয়-

_রকেটঃআন গাইডেড রকেট
_মিসাইল : 4 Vympel K-13 এয়ার টূ এয়ার মিসাইল
_বোম-২৫০ কিলো গ্রামের মতো যে কোন বোমা।

মিগ-১৯ এখনো উত্তর কোরিয়ার সার্ভিসে আছে,এছাড়াও,আফ্রিকার কিছু দেশে মিগ-১৯ সার্ভিস এখনো দিচ্ছে।


Share This