নাউ স্টাডি বাংলা ব্লগে আপনাকে স্বাগতম

বাংলাদেশ বিমানবাহিনীতে অফিসার পদে চাকরী

★★Join Bangladesh Air Force★★

DE2017

★যোগ্যতা-

জাতীয়তা-বাংলাদেশী পুরুষ/মহিলা
বৈবাহিক অবস্থা- বিবাহিত/অবিবাহিত
বয়স- অনুর্ধ ৩০ বছর
উচ্চতা-পুরুষ মিনিমাম ৫'৪"
মহিলা ৫'২"
বুকের মাপ- পুরুষ ৩২" এবং ৩৪"(সম্প্রসারিত)
মহিলা- ২৮" এবং ৩০"(সম্প্রসারিত)
ওজন- বয়স ও উচ্চতা অনুসারে
চোখ-৬/৬ বা বিধি অনুসারে

★যেসব পদে আবেদন করতে পারবেন এবং শিক্ষাগত যোগ্যতা

>ADWC (Air Defence & weapon control)

যেকোন প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় হতে বিএসসি (গনিত ও পদার্থবিদ্যা) তে মিনিমাম সেকেন্ড ক্লাস বা সিজিপিএ ২.৭৫.

>ATC (Air Traffic Control)

যেকোন প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় হতে বিএসসি (গনিত ও পদার্থবিদ্যা) তে মিনিমাম সেকেন্ড ক্লাস বা সিজিপিএ ২.৭৫.

>মেটিয়রলজি-

যেকোন প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় হতে বিএসসি (গনিত ও পদার্থবিদ্যা) বা গনিত/পদার্থবিদ্যাতে অনার্স (৪ বছর মেয়াদী) মিনিমাম সেকেন্ড ক্লাস বা সিজিপিএ ২.৭৫.

>শিক্ষা-

যেকোন প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়/কলেজ হতে কাউন্সেলিং মনোবিজ্ঞান(মহিলাদের জন্য)/ফিজিক্স (মহিলা/পুরুষ)তে মিনিমাম সেকেন্ড ক্লাস বা সিজিপিএ ২.৭৫.

>লিগ্যাল

প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় হতে আইন বিষয়ে স্নাতক। মিনিমাম সিজিপিএ ২.৭৫

★নির্বাচনী পরীক্ষা-

>IQ (verbal & non verbal) 100 marks
>English 100marks
>medical
>viva
**ISSB**
>Final medical
>Final viva

★ট্রেনিং

৬ মাসের ট্রেনিং,সরাসরি ফ্লাইং অফিসার হিসেবে কমিশন। প্রশিক্ষনার্থী ক্যাডেটদের বেতন ১০,০০০ টাকা।পরে পদ অনুসারে বেতন দেয়া হবে।

★অযোগ্যতা-

>সামরিক বাহিনীর চাকরি হতে বরখাস্ত/অপসারিত
>যেকোন আদালত হতে ফৌজদারি মামলায় দন্ডপ্রাপ্ত
>ISSB তে ২ বার স্ক্রিন আউট বা প্রত্যাখ্যাত
>ফাইনাল ভাইভা বোর্ড বা আপিল মেডিকেল বোর্ড কতৃক প্রত্যাখ্যাত।

(অনলাইনে আবেদন করতে হবে)

(শুধুমাত্র যারা অনার্স শেষ করেছেন তাদের জন্য প্রযোজ্য, বাকিদের জন্য নয়)

যেকোন কিছু জানার থাকলে আমাদের সাথে যোগাযোগ করুন


Share This