মানুষ
মোশাররফ গাজী
মোশাররফ গাজী
জাগো মানুষ প্রবল বজ্রে
জাগো মানুষ সিংহ হৃদয়ে
সময় যে এবার তুফান হওয়ার
কালের গতি রুদ্ধ করার।
জাগো মানুষ সিংহ হৃদয়ে
সময় যে এবার তুফান হওয়ার
কালের গতি রুদ্ধ করার।
মানুষ তুমি এবার মানুষ হও
নীল গগনের স্বপ্নচারী হও
পাতাল পুরীর হীরক হও
পর্বতমালার হিমাদ্রী হও।
নীল গগনের স্বপ্নচারী হও
পাতাল পুরীর হীরক হও
পর্বতমালার হিমাদ্রী হও।
মানুষ তুমি মানুষের তরে
উল্কারবেগে ফুল্কিতুলে মানবতার তরে
আপনার মাঝে আপনালয়ে গডিস নারে
সকলের তরে সকলকে নিয়ে চলরে।
উল্কারবেগে ফুল্কিতুলে মানবতার তরে
আপনার মাঝে আপনালয়ে গডিস নারে
সকলের তরে সকলকে নিয়ে চলরে।
মানুষ তুমি মানুষরে ভাই
মানবতার আহ্বানে দিবে যে ডাক
কৃষক মজুর, শ্রমিক জনতা শ্যামল ছায়াই
বাধিয়াছে এ কুঠির পথহারা পথিক।
মানবতার আহ্বানে দিবে যে ডাক
কৃষক মজুর, শ্রমিক জনতা শ্যামল ছায়াই
বাধিয়াছে এ কুঠির পথহারা পথিক।
মানুষ তুমি যে মানুষ
ধরনীর ললাটে এঁকে দিলে তব পদচিহ্ন
যুগে যুগে করিয়াছো সীমাহীন বাহাস
মানুষের তরে দিয়ে গেলে আপন প্রান।
ধরনীর ললাটে এঁকে দিলে তব পদচিহ্ন
যুগে যুগে করিয়াছো সীমাহীন বাহাস
মানুষের তরে দিয়ে গেলে আপন প্রান।
গাহি তব জয় গান
তব হৃদরগহনে সাম্যের জয়উল্লাস
নহে তুমি কভু পশ্চাদপসরণ
রাবনের সীমাহীন কদকায় ত্রাসে
মানুষ তুমি মানুষে তরে
মানুষ তুমি মানুষ হওরে
তব হৃদরগহনে সাম্যের জয়উল্লাস
নহে তুমি কভু পশ্চাদপসরণ
রাবনের সীমাহীন কদকায় ত্রাসে
মানুষ তুমি মানুষে তরে
মানুষ তুমি মানুষ হওরে
