ভালোবাসা কি ঐ সূর্যের মত
ভালোবাসা কি ঐ সূর্যের মত, যারকাছে গেলে উত্তাপে পুরে ছাই
হতে হয়?
ভালোবাসা কি ঐ চাঁদের মত, যে
সূর্যের উপস্থিতিতে নিজেকে
লুকায়?
ভালোবাসা কি সাগরের ঢেউয়ের
মত, যে প্রয়োজন শেষে বিলিন হয়ে
যায়?
ভালোবাসা কি ঐ কল্পিত
পাহাড়ের চুঁড়া, যাকে কখনো জয়
করা যায় না?
ভালোবাসা কি আকাশের ঐ
কালো মেঘ গুলো, যা বৃষ্টির মত
ঝড়ে পড়ে?
ভালোবাসা কি মরুভুমির সেই
উত্তপ্ত বালি, যা শুধু দৃষ্টিভ্রমের
সৃষ্টি করে?
ভালোবাসা কি ঝরনার সেই
প্রবহমান স্রোত, যা জমানো
পানিতে গা ভিজায়?
ভালোবাসা কি ঐ কল্পিত গ্রহের
মত, যাকে দূর থেকে দেখতে হয়?
ভালোবাসা কি আগ্নেয়গিরির
অগ্নুৎপাত, যার গলিত লাভায় মাটি
পুরে ইট হয়ে যায়?
ভালোবাসা কি ঐ ঘূর্ণিঝরের মত,
যার একটু সংস্পর্শে সব কি বিধ্বস্ত
হয়?
ভালোবাসা কি সেই ভূমিকম্পের
মত, যা হঠাৎ এসে সব কিছু নিয়ে
মিলিয়ে যায়?
ভালোবাসা কি শীতের সকালের
কুয়াশা, যা দুপুর না হতেই শেষ হয়ে
যায়।
ভালোবাসা কি বসন্তে গাছের
কচি পাতা, যা পরিপূর্ণ হলে আর
ভালোলাগে না।
ভালোবাসা কি ঐ গোলাপ
গাছের মত, যার শরীর ভরা কাটা?
ভালোবাসা কি আমাজন বনের মত,
যাতে হারিয়ে গেলে আর খুজে
পাওয়া যায় না?
নাকি ভালোবাসা রসায়নের ঐ
জৈবযৌগ, যা আজও মাথায় ধরে
না?
.
.ভালোবাসার সেই সার্কেলে
হাঁটতে হাঁটতে লেখক আজ ক্লান্ত,
কারণ একই পথে সে বারবার
হাঁটছে...