চার দিকে তাকিয়ে দেখ।কত
ভালবাসা।
সূর্য চাঁদকে ভালবেসে আলো দেয়,
চাঁদ
পৃথিবীকে ভালবেসে আলো দেয়,
আর সেই আলো দিয়ে রাতের
অন্ধকারে ও পৃথিবী আলোকিত
হয়। আর সেই আলোয়ে
সবাই ভালবাসার উৎসবে মেতে
উঠেছে।
তাকিয়ে দেখ শুধু একজনই
থেমে আছে। যে কিনা তোমার
অপেক্ষা করছে।
তুমিই ভাব তুমি কি করবে।
যে তোমার
অপেক্ষায় আছে তাকে আর কত কস্ট
দিবে।
নাকি তোমার হাত তার হাতে
তুলে দিয়ে বলবে,,,
(ভালবাসার এই উৎসবে আমাকেও
সঙ্গী করে নাও)
ভালবাসা।
সূর্য চাঁদকে ভালবেসে আলো দেয়,
চাঁদ
পৃথিবীকে ভালবেসে আলো দেয়,
আর সেই আলো দিয়ে রাতের
অন্ধকারে ও পৃথিবী আলোকিত
হয়। আর সেই আলোয়ে
সবাই ভালবাসার উৎসবে মেতে
উঠেছে।
তাকিয়ে দেখ শুধু একজনই
থেমে আছে। যে কিনা তোমার
অপেক্ষা করছে।
তুমিই ভাব তুমি কি করবে।
যে তোমার
অপেক্ষায় আছে তাকে আর কত কস্ট
দিবে।
নাকি তোমার হাত তার হাতে
তুলে দিয়ে বলবে,,,
(ভালবাসার এই উৎসবে আমাকেও
সঙ্গী করে নাও)