![](https://static.xx.fbcdn.net/images/emoji.php/v5/fb4/1/16/2b50.png)
![](https://static.xx.fbcdn.net/images/emoji.php/v5/fb4/1/16/2b50.png)
খুব কম সংখ্যক সেনারাই কমান্ডো ইউনিটে
যোগদানে আগ্রহী হয় কারনটা অনেকে জানেন অনেকে জানেন না,, সুধু একটা কথা বলি…"বলা হয়ে থাকে যে একটা কমান্ডো ট্রেনিং সম্পূর্ন করতে মায়ের বুকের দুধ মুখ দিয়ে উগলে আসে"। এতটাই কঠর ট্রেনিং পায় আমাদের প্যারাকমান্ডোরা, আর এদের আরো একধাপ উপড়ে ওঠে যারা তারাই " ১ প্যারাকমান্ডো ব্যাটেলিয়ন *চিতা* । তবে এরা বাংলাদেশে এভেইলেবল সমস্ত ট্রেনিং,ড্রিল,কমান্ডো ড্রিল কমপ্লিট করা
ছারাও ইউএস মেরিন কর্পস সহ বিভিন্ন আন্তর্জাতিক ড্রিল বা এক্সেরসাইজ এ বিভিন্ন দেশ এর স্পেশাল ফোর্স গুলোর সাথে অংশ নেয়। তবে এরা কোন বিদেশি স্পেশাল ফোর্স এর কাছ থেকে ট্রেনিং পায় কিনা তা জানা যায় নাই।