"সাফল্য বনাম আনন্দ"
.
কঠিন পরিশ্রম করে তুমি সফল হবে এ'কথা ভুলেও ভেবো না! বিফলতা তোমার দরজায় ঘটাং ঘটাং করে নাড়া দেবে।
.
তাহলে?
.
রিল্যাক্স ম্যান! কুল।
.
'কঠিন' যেখানে প্রিফিক্স সেখানে সাফল্য আলোর মুখ দেখবে কি করে?
.
কাজ হবে আনন্দের সাথে। ওয়ার্ক উইদ প্লেজার, আসবে সন্তুষ্টি।
.
কঠিন পরিশ্রম করে তুমি সফল হবে এ'কথা ভুলেও ভেবো না! বিফলতা তোমার দরজায় ঘটাং ঘটাং করে নাড়া দেবে।
.
তাহলে?
.
রিল্যাক্স ম্যান! কুল।
.
'কঠিন' যেখানে প্রিফিক্স সেখানে সাফল্য আলোর মুখ দেখবে কি করে?
.
কাজ হবে আনন্দের সাথে। ওয়ার্ক উইদ প্লেজার, আসবে সন্তুষ্টি।
.
পরিশ্রম 'কঠিন' হলে অচিরেই ক্লান্তি আসবে মনে, পরিশ্রান্ত হবে দেহ।
.
তোমার যদি লক্ষ্য থাকে সেনাবাহিনীতে যোগদানের মাধ্যমে দেশসেবা, তাহলে মাথা ঠান্ডা করে একটু একটু করে এগুতে থাক। বিষয়গুলো ধীরে ধীরে জানো, পুরোপুরিভাবে।
.
পূর্ণ প্রস্তুতি নিয়ে তবেই ঝাঁপিয়ে পড় লক্ষ্য অর্জনে।
.
ডোন্ট ফোকাস অন দ্য টার্গেট। ফোকাস অন দ্য টাস্ক! আনন্দের সাথে কাজ করতে থাক। ইবাদতের মত পবিত্র মনে হবে।
.
ভালবেসে কাজ কর,দায়বদ্ধতা থেকে নয়।
.
সাফল্য ঐ এলো বলে! কি, বিশ্বাস হয় না? একবার করেই দেখো না।শুধু একটু ধৈর্য, একটু সময়ের অপেক্ষা!
.
চিয়ার্স ।
.
সফলতা হুমড়ি খেয়ে পড়বে তোমার পায়ে!