মানবতা....
খুব ছোট একটা শব্দ....
এ শব্দটি যেমনি ছোট তেমনি আমরা এর
প্রয়োগও করি খুব স্বল্পভাবে......যদিও এর
বিস্তৃতি বিশ্বময় ছড়ানো...
পৃথিবীর দুই পঞ্চমাংশ লোক,যারা না
চাইতে অনেক কিছু পায়....অর্থাৎ ধনী....
পুরো পৃথিবীর কথা না হয় বাদই দিলাম শুধু
আমাদের দেশের কথা চিন্তা করলেই দেখা
যাবে এখন দেশের মোট জনসংখ্যার প্রায়
এক তৃয়ীয়াংশ লোকই দারিদ্র সীমার নিচে
বসবাস করে.. যারা তাদের নূন্যতম
চাহিদাটুকু পূরণ করতে পারে না...দু বেলা
খেতে পারে না...আর সে দেশেই আমরা
নানা প্রকার বিলাশ দ্রব্য আর প্রসাধনী
ব্যবহার করছি,খাবারের টেবিলে কমপক্ষে
৪-৫ টা আইটেম খাবার না থাকলে চলে
না....ঈদের সময় হাজার টাকার পোশাক না
কিনলে তো ঈদটাই বৃথা হয়ে যাবে....অথচ
আমারই বাসার পাশের অথবা কোনো এক
মার্কেট এর সামনের গলিতে পড়ে গড়াগড়ি
খাচ্ছে তোমরই মায়ের সমতুল্য এক বৃদ্ধা
নারী,পাশে তার ছোট্ট একটা ফুটফুটে
বাচ্চা শুইয়ে আছে....
তাদের কাছে ঈদ মানে হয়তো সামনের
মার্কেট এ মানুষের ভিড় দেখা......
আজকে আপনার শিশুটির ঈদ নিয়ে যেমন
খুশির রোল তেমনি ওই রাস্তার ধারে
দাঁড়িয়ে থাকা শিশুটিরওও তো ঈদ নিয়ে
আনন্দের সোরগোল পড়ার কথা,কিন্তু
তারমাঝে কোন আনন্দ নেই,নেই কোনো
উৎকণ্ঠা...তাহলে কি ভালোবাসা কখনো
ওদের স্পর্শ করেনি..?
হ্যা হয়তো করেনি....তাই ওদের মুখে আজ
হাসির আভা নেই....
আমরা কি পারিনা তাদের মুখে হাসি
ফোটাতে.? অবস্যই পারি.....আমাদের ক্ষুদ্র
ক্ষুদ্র সম্মেলিত প্রচেষ্টায় পারে ওদের
মুখে হাসি ফোটাতে.... তাই আসুন আমরা
আজ থেকে আমাদের আশেপাশে যত
গরিব,দুস্থ,অনাহারী আছে তাদের পাশে
গিয়ে দাড়াই আর তাদেরকে বুকে জড়িয়ে
নিই...সবার প্রতি অনুরোধ রইলো এবারের
ঈদে আপনারা হয়তো অনেকেই অনেক টাকা
বাজেট করেছেন শপিং এর জন্য.....সেখান
থেকে কিছুটা অর্থ বাঁচিয়ে হলেও তাদের
আমাদের ভাই বোনের পাশে দাঁড়াই,
তাদেরকে অন্তত একটা করে হলেও জামা
কিনে দিই যাতে ওরা ঈদটা হাসিখুশিতে
কাটাতে পারে........এর মাধ্যমে সওয়াব তো
পাবেনই,এর চাইতে বড় বিষয় হলো নিজের
মনের মধ্যে একটা প্রশান্তি
পাবেন...আপনার আমার ক্ষুদ্র প্রচেষ্টায়
পারে এদের মুখে হাসি ফোটাতে আর এই
প্রচেষ্টায় হলো মানবতা....আর তাই
মানবতা শব্দটিকে এত ছোট করে ব্যবহার
করবেন না,এর বিস্তৃতি পুরো পৃথিবী জুড়েই
রয়েছে...কারন আপনার আমার মত এমন
হাজারো কোটি প্রান মানবতার সেবাই
নিয়োজিত......