নাউ স্টাডি বাংলা ব্লগে আপনাকে স্বাগতম

সেনা অফিসার হতে বি এম এ তে ক্যাডেট হিসেবে সুযোগ পেতে হলে কি কি পরীক্ষা দিতে হয় ?

বাংলাদেশ মিলিটারি একাডেমীতে অফিসার হওয়ার জন্য ক্যাডেট হিসেবে যোগ দিতে যে কয়টি পরীক্ষা দিতে হয় তা হচ্ছেঃ
ক। প্রাথমিক মেডিক্যাল
খ। প্রাথমিক ভাইভা
গ। লিখিত পরীক্ষা
ঘ। আইএসএসবি বা চারদিন ব্যাপী আই কিউ, মনস্তাত্তিক, ভাইভা, নেতৃত্বের গুণাবলী, কমিউনিকেশন স্কিল, প্ল্যানিং,শারীরিক যোগ্যতা ইত্যাদির উপর পরীক্ষা।
ঙ। চুড়ান্ত মেডিক্যাল ও সাঁতার পরীক্ষা
চ। চুড়ান্ত ভাইভা
Share This