নাউ স্টাডি বাংলা ব্লগে আপনাকে স্বাগতম

এরুপ প্রশ্ন বাংলাদেশ বিমান বাহিনীতে বিমান সেনা

ছবিটি দেখে আবাক হচ্ছেন?
.
.
আবাক হওয়ার কোন কারণ নেই এগুলো ২টি প্রশ্ন (নন-ভারবাল/
প্রতিকী)। এরুপ প্রশ্ন বাংলাদেশ বিমান বাহিনীতে বিমান সেনা/
এয়ার ম্যন আইকিউ পরীক্ষায় আপনার ফেস করতে হবে।
নুন্যতম ১০ অথবা, ১৫/২০ টি এসে থাকে যার প্রত্যকটির মান ০১
করে। তবে, অফিসার বা আইএসএসবি'তে এরুপ প্রশ্ন বাধ্যতামূলক
আসবে ৫০/১০০ টি শুধু পার্থক্য হচ্ছে ক্যপশন, অফিসারদের
জন্য ইংরেজিতে এবং বিমান সেনা/এয়ার ম্যানদের জন্য বাংলায়
আসবে।


.
.
.
আপনি হয়ত ভাবতে পারেন এরকম প্রশ্ন প্রাটিস করবেন
কিভাবে? বাজারে ডিফেন্সের অনেক বই কিনতে পাওয়া যায় ঐ
বই এর ভিতরে এরকম নমুনা প্রশ্ন পাবেন কিন্তু আপনি যতই বুদ্ধিমান
হয়না কেন এরকম প্রশ্ন বুঝে উওর দেওয়া প্রথম পর্যায়ে
অনেক কষ্ঠসাধ্য।
আবারও প্রশ্ন জাগতে পারে আপনার, তাই বলে না বুঝে উওর
দিব? এরকম প্রশ্নের উওর বুঝে দিতে হলে আপনার নিকটতম
বাংলাদেশ ডিফেন্সের কোন সদস্যর কাছ থেকে বুঝে নিতে
হবে অথবা, ডিফেন্সের কোচিং করতে হবে।
.
.
.
আপনার নিকটতম কোন ডিফেন্সের সদস্য নেই বা কোচিং করার
সামর্থ নেই? তাহলে, আপনার জন্যই আমাদের এ পথ চলা।
আমাদের সাথে থাকুন প্রতিদিন ( সন্ধা ০৮ ঘটিকা ) বিমান সেনা/এয়ার
ম্যান পরীক্ষার আইকিউ এর জন্য নন-ভারবাল/প্রতিকী নমুনা
প্রস্তুতি মূলক প্রশ্ন ব্যাখ্যা সহকারে বুঝিয়ে দিব। মনে রাখবেন,
আইকিউ পরীক্ষায় ৯০(+) পরীক্ষার্থী বাদ যায় আর ১০০
মার্কের ৮০/৯০ মার্ক সম্পর্কে অবগত থাকলেও এই নন-ভারাবাল/
প্রতিকী ২০/১০ মার্ক সম্পর্কে আপনার ধারণা সামান্য।
.
.
.
এখন, নিম্নেন 49 এবং 50 প্রশ্নের উওর দেন ত? দেখি আপনি
কেমন বুদ্ধিমান।


Share This