9M113 Kornet হচ্ছে রাশিয়ার তৈরী একটি অত্যাধুনিক Anti tank guided missile (ATGM). এর ন্যাটো রিপোটিং নাম হচ্ছে AT-14 Spriggan. এটিকে তৈরী করে Degtyarev plant নামের একটি রাশিয়ান কোম্পানি। ১৯৯৮ সালে রাশিয়া সর্বপ্রথম তাদের সেনা বহরে এই ট্যাংক বিধ্বংসী মিসাইল গুলো যুক্ত করে।
এখন পর্যন্ত এইরকম ৩৫ হাজারের অধিক মিসাইল তৈরী করা হয়েছে। যেগুলো রাশিয়া ছাড়াও আরও বিভিন্ন দেশ ব্যবহার করছে। বাংলাদেশ সেনাবাহিনী ২০১২ সালে রাশিয়া থেকে ১২০০টি কর্ণেট মিসাইল এবং ১৪৬টি লান্চার ক্রয় করে। এক নজরে এটির বর্ণনা:
.
ওজন: ২৭ কেজি।
.
দৈর্ঘ্য: ১.২ মিটার।
.
প্রস্থ: ১৫২ মি.মি।
.
ওয়ারহেড বহন: ১০ কেজি।
.
রেন্জ: ৮-১০ কি.মি।
.
ব্যবহারকারক: বাংলাদেশ, আলজেরিয়া, হামাস, হিজবুল্লাহ, তুরস্ক এবং ভারত।
.
যুদ্ধে এটির ব্যবহার: ২০০৩ সালের ইরাক যুদ্ধে ইরাকি সেনারা কর্ণেট মিসাইল দিয়ে আমেরিকার অনেক গুলো আব্রাহামস ট্যাংক এর সলিল সমাধি ঘটায়। এবং ২০০৬ সালের লেবানন যুদ্ধে হিজবুল্লাহ এই কর্ণেট ব্যবহার করে ইজরায়েলের প্রায় ১০০টির মতো ট্যাংক ধ্বংস করে।
এখন পর্যন্ত এইরকম ৩৫ হাজারের অধিক মিসাইল তৈরী করা হয়েছে। যেগুলো রাশিয়া ছাড়াও আরও বিভিন্ন দেশ ব্যবহার করছে। বাংলাদেশ সেনাবাহিনী ২০১২ সালে রাশিয়া থেকে ১২০০টি কর্ণেট মিসাইল এবং ১৪৬টি লান্চার ক্রয় করে। এক নজরে এটির বর্ণনা:
.
ওজন: ২৭ কেজি।
.
দৈর্ঘ্য: ১.২ মিটার।
.
প্রস্থ: ১৫২ মি.মি।
.
ওয়ারহেড বহন: ১০ কেজি।
.
রেন্জ: ৮-১০ কি.মি।
.
ব্যবহারকারক: বাংলাদেশ, আলজেরিয়া, হামাস, হিজবুল্লাহ, তুরস্ক এবং ভারত।
.
যুদ্ধে এটির ব্যবহার: ২০০৩ সালের ইরাক যুদ্ধে ইরাকি সেনারা কর্ণেট মিসাইল দিয়ে আমেরিকার অনেক গুলো আব্রাহামস ট্যাংক এর সলিল সমাধি ঘটায়। এবং ২০০৬ সালের লেবানন যুদ্ধে হিজবুল্লাহ এই কর্ণেট ব্যবহার করে ইজরায়েলের প্রায় ১০০টির মতো ট্যাংক ধ্বংস করে।