নাউ স্টাডি বাংলা ব্লগে আপনাকে স্বাগতম

বাংলাদেশ বিমানবাহিনী একটি Xian Y-20 স্ট্র‍্যাটিজিক ট্রান্সপোর্ট এয়ারক্রাফট পাচ্ছে

চীনের থেকে ১ বিলিয়ন ডলারের বিনিময়ে বাংলাদেশ বিমানবাহিনী একটি Xian Y-20 স্ট্র‍্যাটিজিক ট্রান্সপোর্ট এয়ারক্রাফট পাচ্ছে তা আমরা সবাই জানি।

কিন্তু অনেকেই হয়তো জানিনা যে সেনাবাহিনীর জন্যেও স্ট্র‍্যাটিজিক ট্রান্সপোর্ট বিমান কেনা হচ্ছে সেনাবাহিনীর নবগঠিত "২১ এয়ারবোর্ন ব্রিগেড" এর সৈন্য পরিবহনের জন্য।

হ্যা......সেনাবাহিনীর জন্য বর্তমানে একটি CASA CN-295W কেনা হয়েছে এবং আরো একটি কেনা হচ্ছে।আগামী ২-৩ বছরের মধ্যেই সেনাবাহিনীর এভিয়েশন উইং এর জন্য স্ট্র‍্যাটিজিক ট্রান্সপোর্ট বিমান অর্ডার করার সম্ভাবনা আছে।

যে বিমানটি কেনা হবে বলে শোনা যাচ্ছে তা হলো রাশিয়ান Ilyushin il-76md-90 যা রাশিয়ান Ilyushin IL-76 এর সর্বাধুনিক ভার্সন।

এই মডেল ২০১৩ সালে সর্বপ্রথম আকাশে উড়ে এবং ২০১৪ তে সার্ভিসে আসে।বিমানটি IL-76 এর পুরাতন ভার্সনের চেয়ে বেশ ভাল এভিয়োনিক্স।

এই বিমানে আছে ৬ টি মাল্টিফাংশনাল ডিসপ্লে।আরো আছে ACS-76 auto flight control system এবং একটি Kupol-III-76M flight sight navigation system. যা মাল্টিফাংশনাল ডিসপ্লে তে সব তথ্য সরবরাহ করবে।

এই বিমানের কার্গো ধারন ক্ষমতা ৫২ টন।এটি ১৪৫ জন সসস্ত্র সেনা এবং বিভিন্ন সামরিক যান বহন করতে সক্ষম।

এটি সর্বোচ্চ ৯০০ কিমি গতিতে ৫০০০ কিমি পথ অতিক্রম করতে সক্ষম।সর্বোচ্চ ৪২ হাজার ফুট উচ্চতায় উঠতে সক্ষম।

এতে অস্ত্র হিসেবে আছে ২ টি ২৩মিমি কামান এবং ২ টি হার্ডপয়েন্ট যা ৫০০ কেজি ওজনের ২ টি বোমা বহন করতে পারে।

বিমানটি সম্পর্কে আরো তথ্য- এখানে
Share This