নাউ স্টাডি বাংলা ব্লগে আপনাকে স্বাগতম

বাংলাদেশ নৌবাহিনী চীন থেকে দুইটি সেকেন্ড হ্যান্ড Type-053H3 "Jiangwei II" ফ্রিগেট কিনছে/কিনেছে...





আমরা সবাই জানি বাংলাদেশ নৌবাহিনী চীন থেকে দুইটি সেকেন্ড হ্যান্ড Type-053H3 "Jiangwei II" ফ্রিগেট কিনছে/কিনেছে...

আশা করা যায় এটি ২০১৮ সালের মাঝামাঝি আমাদের নৌবহরে যুক্ত হবে।

এটি যুক্ত হলে এটিই হবে দৈর্ঘ্যগত দিক দিয়ে বাংলাদেশ নৌবাহিনীর দ্বিতীয়  বড় ফ্রিগেট।

বাংলাদেশ নৌবাহিনীর ফ্রিগেটগুলোর দৈর্ঘ্য নিচে তুলে ধরা হলো-

♦বিএনএস বঙ্গবন্ধু - ১০৩.৭ মিটার
♦বিএনএস সমুদ্রজয় -১১৫ মিটার (এখন পর্যন্ত সর্ববৃহৎ)
♦বিএনএস সমুদ্র অভিযান -১১৫ মিটার
♦বিএনএস উসমান -১০৩.২ মিটার
♦বিএনএস আবু বকর -১০৩.৫ মিটার
♦বিএনএস উমর ফারুক -১০৩.৫ মিটার
♦বিএনএস আলী হায়দার -১০৩.৫ মিটার

আর Type-053H3 "Jiangwei II" এর দৈর্ঘ্য ১১২ মিটার।

বাংলাদেশ নৌবাহিনী এরকম ২ টি জাহাজ কিনছে/কিনেছে।

এরপরে চীন থেকে প্রযুক্তিসহ ২ টি Type-054A ফ্রিগেট কেনা হবে যা অনেকটাই নিশ্চিত (যদি কোন টুইস্ট না আসে)
Share This