নাউ স্টাডি বাংলা ব্লগে আপনাকে স্বাগতম

♦KJ-200 AEW&C♦



♦KJ-200 AEW&C♦

চীনের সাথে বাংলাদেশ বিমানবাহিনীর ১ বিলিয়ন মার্কিন ডলার সামরিক চুক্তির আওতায় চীনের নির্মিত এই অত্যাধুনিক Airborne Early Warning & Control (AEW&C) বিমানটি বাংলাদেশ বিমানবাহিনী কিনতে যাচ্ছে।

আসুন বিমানটি সম্পর্কে জেনে নেয়া যাক-

KJ-200 বিমানটি সর্বপ্রথম আকাশে উড়ে ২০১৩ সালে।একটি Shaanxi Y-8 বিমানের উপর সুইডেনের নির্মিত Saab Erieye রাডার বসানো যার ডিটেকশন রেঞ্জ ৪৫০ কিমি।যদিও KJ-200 বিমানের জন্য Shaanxi Y-8 কে প্রায় ৮০% মডিফাই করা হয়েছে।এই বিমানে আছে অত্যাধুনিক গ্লাস ককপিট এবং এটি চালাতে ২ জন পাইলটের প্রয়োজন। এতে আছে ৪ টি ক্রিস্টাল গ্লাস মাল্টিফাংশনাল ডিসপ্লে।

বিমানে ব্যবহার করা হয়েছে কানাডার নির্মিত ২ টি Pratt & Whitney Canada PW150B টার্বোপ্রোপ ইঞ্জিন যা বিমানকে ৬০০ কিমি গতি প্রদান করে।বিমানটি ৩৪ মিটার দীর্ঘ এবং এর অপারেশনাল রেঞ্জ ৫৬০০ কিমি।

বিমানের রাডারটি ৩০০ ডিগ্রি কাভারেজ প্রদান করে। এটি ৪৫০ কিমি পর্যন্ত যেকোন এরিয়েল টার্গেট ডিটেক্ট করতে সক্ষম।এটি প্রতিকুল পরিবেশেও কাজ করতে সক্ষম তবে রেঞ্জ ৩৫০ কিমি এ নেমে আসে।

বাংলাদেশ বিমানবাহিনীর জন্য এরকম একটি বিমান কেনা হবে ৮০ মিলিয়ন মার্কিন ডলার দিয়ে।

Credit: DTB
Share This