নাউ স্টাডি বাংলা ব্লগে আপনাকে স্বাগতম

ভালবাসা দিবস নিয়ে অসাধারন লিখা



বিশেষ দিবস নিয়ে লিখা.........!!!
বিশেষ দিবস নিয়ে লিখাঃ

অনেকেই হয়তো এই ভালোবাসা দিবসটির মর্মার্থ জানেন, আবার অনেকেই না।
আজ আর ইতিহাসের দিকে বাড়াচ্ছি না। আজ শর্টকাট নিজের মনের কিছু কথা বলবো।
অনেকেই হয়তো জেনে থাকবেন, এই দিবসগুলো ইংরেজ দের সংস্কৃতি থেকে এসেছে।
ইংরেজদের ভালোবাসা সবসময় ই পরিবর্তনশীল। আজ একজন কে পাশে টানছে তো কাল আরেকজনকে টানছে। মোটর এর মত করে ঘুরতে থাকে, আর চরিত্রে দাগ কাটে।
হয়তো জেনে থাকবেন, ব্রেক আপ এর সংস্কৃতি টা ও তাদের সংস্কৃতি থেকেই এসেছে।

ইংরেজরা বাবা দিবস পালন করে, কারণ তারা শুধু ঐ দিনেই বাবাকে কাছে টানে।
ইংরেজরা মা দিবস পালন করে, কারণ তারা শুধু ঐ দিনেই মাকে কাছে টানে।

তাদের সারা বছর সময় হয় না, বাবা/মাকে কাছে টানার। তাই শুধু ঐ দিনেই তারা 
বাবা/মাকে কাছে টেনে একসাথে খাওয়া দাওয়া করে তা উদযাপন করে থাকে।
আর তাই দিন দিন তাদের দেশে বৃদ্ধাশ্রম এর সংখ্যা বেড়ে যাচ্ছে।
আর ভালোবাসা দিবস টা ও ঠিক অনেকটাই অইরকম, একই সংস্কৃতি বলতে পারেন।
আর তাদের দেখা দেখি আমারাও কিছু না বুঝে তাদের কে অনুসরন করি।

বিশ্বাস করুন ভাই, আমরা বাংলাদেশী রা অনেক ভালো। অন্তত বাবা/মাকে আমরা অনেক ভালোবাসি। তাই আমরা কখনোই আমাদের দেশে বৃদ্ধাশ্রম কে সাপোর্ট করি না।
ভালোবাসা দিবস কিছুটা সাপোর্ট করলেও আমরা ভালোবাসার মূল্য দিতে জানি।
আসল কথা হচ্ছে, দিবস/টিবস এগুলো হচ্ছে ভুয়া। করতে হবে তাই করি।
ভালোলাগা টা চিরন্তন, আর সেই সাথে ভালোবাসা টা ও মহাচিরন্তন।

তাই আশা করছি, এই দিনটিকে অনেক স্পেশাল মনে করে কেউ নিজেকে কলঙ্কিত করবেন না।
ইংরেজরা হাজার খারাপ হোক, কিন্তু আমাদের সংস্কৃতি টা ই আমাদের শিখর।
এটাই আমাদের পূর্বপুরুষদের এক মহান অর্জন। আমরা এত সহজেই এর বলী দিতে চাই না।
আমরা চাই ভালোবাসার জয় হোক, কিন্তু কখনোই নিজের চরিত্র কে বলী দিয়ে নয়,
বরং নিজের ভালোবাসার আদর্শের মাধ্যমে ভালোবাসা হয়ে উঠবে মহীয়ান ইনশাল্লাহ।

জয় হোক সত্যের/জয় হোক মানবতার/ আর জয় হোক মহান ভালোবাসার।
*বাবা* *মা* *ভ্যালেন্টাইনডে* 

*মা* *ভ্যালেন্টাইনডে*


Share This