আশে পাশে অনেক মানুষ ভিড় করে আছে।
গ্রাম যেন ভেঙে পড়েছে।
স্কুল ফাঁকি দিয়ে স্টুডেন্ট আর টিচার দুই গ্রুপই চলে এসেছে। গ্রামের বধু, বাচ্চা, কর্তা, কাজল দেয়া কিশোরী, ফিনিক্স সাইকেল নিয়ে কিশোর, গরু, বাছুর সব চলে এসেছে।
কেন এসেছে?
আর্মি দেখতে এসেছে। তারা কিভাবে খায়, ঘুমায় , কথা বলে তাই চোখ বড় বড় করে দেখছে।
চোখ বড় বড় করে দেখছে ট্যাংক, মেশিন গান, ড্রোন।
তাদের উত্তেজনা, আগ্রহ , চোখের ঝিলিক দেখে নিজেদের কেউকেটা মনে হচ্ছে। কিন্তু কেউকেটা মনে করার কোন কারণ নেই।
আমি নিজে কখনোই বাংলাদেশ সেনাবাহিনীতে জয়েন করার আগে সামনাসামনি আর্মি দেখিনি। কিন্তু যখন শুনতাম এলাকায় আর্মি এসেছে কেমন এক ভয় , ভাললাগা আর আস্থার ভাব কাজ করতো।
এই যে বিশ্বাস, ভালোবাসা আর আস্থা, এর দাম কি আমরা দেশের ক্রান্তিলগ্নে ঠিকঠাক রাখতে পারবো ?
May Allah Make Us Strong Enough To Attain Our Amenability Perfectly!
লেখা: ক্যাপ্টেন হাসান
ছবি: ক্যাপ্টেন নাসির
গ্রাম যেন ভেঙে পড়েছে।
স্কুল ফাঁকি দিয়ে স্টুডেন্ট আর টিচার দুই গ্রুপই চলে এসেছে। গ্রামের বধু, বাচ্চা, কর্তা, কাজল দেয়া কিশোরী, ফিনিক্স সাইকেল নিয়ে কিশোর, গরু, বাছুর সব চলে এসেছে।
কেন এসেছে?
আর্মি দেখতে এসেছে। তারা কিভাবে খায়, ঘুমায় , কথা বলে তাই চোখ বড় বড় করে দেখছে।
চোখ বড় বড় করে দেখছে ট্যাংক, মেশিন গান, ড্রোন।
তাদের উত্তেজনা, আগ্রহ , চোখের ঝিলিক দেখে নিজেদের কেউকেটা মনে হচ্ছে। কিন্তু কেউকেটা মনে করার কোন কারণ নেই।
আমি নিজে কখনোই বাংলাদেশ সেনাবাহিনীতে জয়েন করার আগে সামনাসামনি আর্মি দেখিনি। কিন্তু যখন শুনতাম এলাকায় আর্মি এসেছে কেমন এক ভয় , ভাললাগা আর আস্থার ভাব কাজ করতো।
এই যে বিশ্বাস, ভালোবাসা আর আস্থা, এর দাম কি আমরা দেশের ক্রান্তিলগ্নে ঠিকঠাক রাখতে পারবো ?
May Allah Make Us Strong Enough To Attain Our Amenability Perfectly!
লেখা: ক্যাপ্টেন হাসান
ছবি: ক্যাপ্টেন নাসির
