১৯৮৯ সালে নামিবিয়ায় বাংলাদেশ পুলিশের প্রথম জাতিসংঘের সান্তি মিশনের প্রতিনিধি দলের সদস্র হিসেবে কাজ করে। এরপর থেকে যথাক্রমে বাংলাদেশ পুলিশের সদস্যরা আইভরি কোষ্ট, সুদান, দারফুর, লাইবেরিয়া, কসাবো, পূর্ব তিমুর, ডি আর কঙ্গো, অ্যাঙ্গোলা, হাইতিসহ অন্যান্য মিশনে কাজ করে। ২০০৫ সালে জাতিসংঘ শান্তিরক্ষী মিশন আইভরি কোষ্টে প্রথম সন্নিবেশিত পুলিশ ইউনিট (এফপিইউ) কাজ শুরু করে। শান্তিরক্ষী মিশনে সবোর্চ্চ সংখ্যক পুলিশ সদস্যের উপস্থিতি বাংলাদেশের।বর্তমানে পৃথিবীর ছয়টি দেশে চলমান সাতটি জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে দুইটি নারী পুলিশ সদস্যের সমন্বিত এফপিইউ সহ (যার একটি কঙ্গোতে অন্যটি হাইতি তে) সর্বমোট ২০৫০ জন কর্মরত আছেন।[১৫]
অতীতে সমাপ্ত এবং বর্তমানে চলমান UNPOL এবং FPU শান্তিরক্ষী মিশনে বাংলাদেশ পুলিশের অংশগ্রহনঃ[১৬]
| ক্রমিক নং | মিশনের নাম | দেশ | সময়কাল |
|---|---|---|---|
| ১ | UNTAG | নামিবিয়া | ১৯৮৯-১৯৯০ |
| ২ | UNTAC | কম্বোডিয়া | ১৯৯২-১৯৯৪ |
| ৩ | UNPROFOR | যুগশ্লাভিয়া | ১৯৯২-১৯৯৬ |
| ৪ | UNUMOZ | মোজাম্বিক | ১৯৯৩-১৯৯৪ |
| ৫ | UNAMIR | রোয়ান্ডা | ১৯৯৩-১৯৯৫ |
| ৬ | UNMIH | হাইতি | ১৯৯৪-১৯৯৫ |
| ৭ | UNAVEM – III | অ্যাঙ্গোলা | ১৯৯৫-১৯৯৯ |
| ৮ | UNTAES | পুর্ব স্লোবেনিয়া | ১৯৯৬-১৯৯৮ |
| ৯ | UNMIBH | বসনিয়া | ১৯৯৬-২০০২ |
| ১০ | UNMISET / UNMIT | পুর্ব তিমুর | ১৯৯৯ থেকে বর্তমান পর্যন্ত |
| ১১ | UNMIK | কসাভো | ১৯৯৯-২০০৯ |
| ১২ | UNAMSIL | সিয়েরা লিয়ন | ২০০০ |
| ১৩ | UNMIL | লাইবেরিয়া | ২০০৩ থেকে বর্তমান পর্যন্ত |
| ১৪ | UNOCI | আইভরি কোষ্ট | ২০০৪ থেকে বর্তমান পর্যন্ত |
| ১৫ | UNMIS | সুদান | ২০০৫ থেকে বর্তমান পর্যন্ত |
| ১৬ | MONUC | ডিআর কঙ্গো | ২০০৫ থেকে বর্তমান পর্যন্ত |
| ১৭ | UNAMID | দারফুর | ২০০৭ থেকে বর্তমান পর্যন্ত |
| ১৮ | UNAMA | আফগানিস্তান | ২০০৮-২০১০ |