নাউ স্টাডি বাংলা ব্লগে আপনাকে স্বাগতম

জাতিসংঘ শান্তিরক্ষা কার্যাবলীতে অবদান

১৯৮৯ সালে নামিবিয়ায় বাংলাদেশ পুলিশের প্রথম জাতিসংঘের সান্তি মিশনের প্রতিনিধি দলের সদস্র হিসেবে কাজ করে। এরপর থেকে যথাক্রমে বাংলাদেশ পুলিশের সদস্যরা আইভরি কোষ্ট, সুদান, দারফুর, লাইবেরিয়া, কসাবো, পূর্ব তিমুর, ডি আর কঙ্গো, অ্যাঙ্গোলা, হাইতিসহ অন্যান্য মিশনে কাজ করে। ২০০৫ সালে জাতিসংঘ শান্তিরক্ষী মিশন আইভরি কোষ্টে প্রথম সন্নিবেশিত পুলিশ ইউনিট (এফপিইউ) কাজ শুরু করে। শান্তিরক্ষী মিশনে সবোর্চ্চ সংখ্যক পুলিশ সদস্যের উপস্থিতি বাংলাদেশের।বর্তমানে পৃথিবীর ছয়টি দেশে চলমান সাতটি জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে দুইটি নারী পুলিশ সদস্যের সমন্বিত এফপিইউ সহ (যার একটি কঙ্গোতে অন্যটি হাইতি তে) সর্বমোট ২০৫০ জন কর্মরত আছেন।[১৫]
অতীতে সমাপ্ত এবং বর্তমানে চলমান UNPOL এবং FPU শান্তিরক্ষী মিশনে বাংলাদেশ পুলিশের অংশগ্রহনঃ[১৬]
ক্রমিক নংমিশনের নামদেশসময়কাল
UNTAGনামিবিয়া১৯৮৯-১৯৯০
UNTACকম্বোডিয়া১৯৯২-১৯৯৪
UNPROFORযুগশ্লাভিয়া১৯৯২-১৯৯৬
UNUMOZমোজাম্বিক১৯৯৩-১৯৯৪
UNAMIRরোয়ান্ডা১৯৯৩-১৯৯৫
UNMIHহাইতি১৯৯৪-১৯৯৫
UNAVEM – IIIঅ্যাঙ্গোলা১৯৯৫-১৯৯৯
UNTAESপুর্ব স্লোবেনিয়া১৯৯৬-১৯৯৮
UNMIBHবসনিয়া১৯৯৬-২০০২
১০UNMISET / UNMITপুর্ব তিমুর১৯৯৯ থেকে বর্তমান পর্যন্ত
১১UNMIKকসাভো১৯৯৯-২০০৯
১২UNAMSILসিয়েরা লিয়ন২০০০
১৩UNMILলাইবেরিয়া২০০৩ থেকে বর্তমান পর্যন্ত
১৪UNOCIআইভরি কোষ্ট২০০৪ থেকে বর্তমান পর্যন্ত
১৫UNMISসুদান২০০৫ থেকে বর্তমান পর্যন্ত
১৬MONUCডিআর কঙ্গো২০০৫ থেকে বর্তমান পর্যন্ত
১৭UNAMIDদারফুর২০০৭ থেকে বর্তমান পর্যন্ত
১৮UNAMAআফগানিস্তান২০০৮-২০১০
Share This