নাউ স্টাডি বাংলা ব্লগে আপনাকে স্বাগতম

ভালবাসার ছোট গল্প

ছেলেটি মোটরবাইকে করে বান্ধবীকে নিয়ে পাহাড়ী রাস্তায় ঘুরতে বেড়িয়েছে। পাহাড় বেয়ে ঢালূ রাস্তায় নামার সময় ছেলেটি মেয়েটিকে বলছে
ছেলেটিঃ তোমার কেমন লাগছে ?
মেয়েটিঃ খুবই ভালো। এতো মজা করে কখনও ঘুরি নাই। 
ছেলেটিঃ আমার হেলমেট তুমি পরে আমার মাথায় হাত বুলিয়ে দেবে? 
মেয়েটিঃ হ্যাঁ। 
ছেলেটিঃ আমাকে আর একটু জড়িয়ে ধরবে ? 
মেয়েটিঃ হ্যাঁ।

একটু পর ........................
এক্সিডেন্টে ছেলেটি মারা যায় , মেয়েটি আহত হয়। আসলে ছেলেটি আগেই বুঝছিল মোটরবাইকের ব্রেক কাজ করছে না।ছেলেটি তার বান্ধবীকে বিপদটা বুজতে দিতে চায় নি। ছেলেটি তার ভালবাসার মানুষটিকে নিরাপদ রাখার জন্য সব রকম চেষ্টাই করেছিল .........


[বেঁচে থাকুক সব ভালবাসা। ভালবাসা দিবসে সব বন্ধুকে ভালবাসার শুভেচ্ছা]
Share This